আমরা এখনো কূটনৈতিক সমাধান আশা করি: পুতিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:৪৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে আমরা এখনো আশা করি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে ইউক্রেনে আক্রমণের পক্ষে পুতিন তার যুক্তি তুলে ধরেন।

পুতিন বলেন, ইস্তাম্বুলে সাম্প্রতিক আলোচনা 'যুগান্তকারী' পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু, ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতার খবর প্রকাশের পর তা আর এগোয়নি।

এ ধরনের খবরকে 'উসকানিমূলক' দাবি করে পুতিন বলেন, এর সঙ্গে রুশ সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।

তবে তিনি এটাও বলেছেন, আলোচনা এখনো অব্যাহত আছে এবং তিনি আশা করছেন- একটি ইতিবাচক ফলাফলে পৌঁছাবেন। এছাড়াও, ইউক্রেনের সঙ্গে অনলাইনে আলোচনা অব্যাহত থাকবে।


মারিউপোলের বর্তমান পরিস্থিতিকে তিনি 'জটিল এবং দুঃখজনক' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই অবরুদ্ধ শহরে রুশ বাহিনী আর কোনো হামলা করছে না।


মঙ্গলবার ভ্লাদিমির পুতিন মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত