আবু ইসহাক এর জন্মদিবস
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ১৩:৩৩ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৫
আবু ইসহাক [জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ ইংরেজি; ১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা] তৎকালীন মাদারীপুর বর্তমান শরীয়তপুর জেলা নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস। তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও দেশের বাইরে আকিয়াব ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসে ভাইস-কনসাল ও ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিধান প্রণেতা হিসেবেও আবু ইসহাকের একটি বিশিষ্ট পরিচয় আছে। তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধিকে বাড়িয়ে তুলেছেন। তাঁর প্রণীত অভিধানের বিশেষত্ব হলো শব্দের শুধু অর্থ নয়, সব ধরনের প্রতিশব্দ বা সমর্থক প্রদান। তাঁর অভিধানে ‘অন্ধকার’ শব্দের ১২৭টি সমর্থক শব্দ আছে।
উপন্যাস
সূর্য দীঘল বাড়ি
পদ্মার পলিদ্বীপ
জাল
গল্প
হারেম
মহাপতঙ্গ
জোঁক
পুরস্কার
বাংলা একাডেমী পুরস্কার
সুন্দরবন সাহিত্যপদক
একুশে পদক
স্বাধীনতা পদক [মরণোত্তর]
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত