আবার বিয়ের পিঁড়িতে বসলেন শোয়েব মালিক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১৪:৩০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯
দুদিন আগেই ইনস্টাগ্রামে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে একটি স্টোরি পোস্ট করেছিলেন শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বিয়ে করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের জোড়ায় তৈরি করেছেন।’ পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। এই নিয়ে তৃতীয়বারের মতো পিঁড়িতে বসেছেন শোয়েব।
প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। আয়েশার সঙ্গে বিচ্ছেদ হলেও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত