আবার অ্যাভাটারের আবির্ভাব
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১৩:২৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭
বক্স অফিস চ্যাম্পিয়ন ‘অ্যাভাটার’ ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল প্রেক্ষাগৃহে এলো। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটলো। বড় পর্দায় এসেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বাংলাদেশেও মুক্তি পেয়েছে ছবিটি।
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ২০০৯ সালে তামাম দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। সর্বাধুনিক সিনেম্যাটিক গ্রাফিক্স এবং স্টোরিওস্কোপিক সাউন্ড সিস্টেম এতেই প্রথম ব্যবহার হয়। ছবিটি এখনও সর্বকালের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে। বিশ্বজুড়ে ২ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে এটি, বাংলাদেশি মুদ্রায় যা ৩০ হাজার ৪৩১ কোটি ১০ লাখ টাকা। ২০১৯ সালে এর আয়কে ছাড়িয়ে গিয়েছিল মারভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
গত বছর চীনে নতুনভাবে মুক্তির পর সর্বকালের সবচেয়ে লাভজনক ছবির তালিকায় আবারও শীর্ষে উঠে আসে ‘অ্যাভাটার’। এর সিক্যুয়েলের জন্য উন্মুখ ছিলেন অসংখ্য দর্শক। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে যেসব কৌতূহল তৈরি হয়েছে, চলুন জেনে নিই সেগুলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত