আবারও বাড়ল ডেঙ্গু রোগীর সংখ্যা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৯:৪৭ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫

গত ২৪ ঘণ্টায় ২৪২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা আগের দিনের চেয়ে ২৯ জন বেশি রোগী । এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২২১ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। আগস্ট মাসের ১২ দিনে ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ  স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৯৬ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮২৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৭২ জন।  চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৪৩৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা আসছে আইইডিসিআরতে। কিন্তু এবছর এখনও আইইডিসিআর ডেঙ্গুজনিত মৃত্যুর একটি ঘটনাও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত