আবদুস সোবাহান গোলাপ এমপি হওয়ার পরে কিনেছেন কোটি টাকার গাড়ি
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৮
মাদারীপুর -৩ নির্বাচনী এলাকা (কালকিনি ও ডাসার উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত । এই নির্বাচনী এলাকা থেকে ২০১৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুস সোবহান মিয়া। তিনি এলাকায় গোলাপ নামে অধিক পরিচিত।
তিনি নির্বাচনী হলফনামায় স্ত্রী ও নিজের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরনী পেশ করেন- তাতে দেখা যায়, এমপি হওয়ার আগে ২০১৮ সালে তার কোনো গাড়ি ছিলো না, এমপি হয়ে কিনেছেন কোটি টাকার গাড়ি। বর্তমানে তার একটি টয়োটা হ্যারিয়ার জিপ রয়েছে, যার বাজার মুল্য উল্লেখ করা হয়েছে ৯০ লক্ষ ৬৪ হাজার ২৪৭ টাকা। ২০১৮ সালে তার নিজের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিলো ৩৩ লক্ষ ৬২ হাজার ৪১৭ টাকা এবং স্ত্রীর নামে ছিলো ৫১ লক্ষ ৯ হাজার ৬৯০ টাকা। বর্তমানে তার জমা অর্থের পরিমান দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৩ হাজার ৯৩১ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ২৮ লক্ষ ১৮ হাজার ৫৩৮ টাকা। তিনি নির্বাচনী হলফনামায় স্ত্রী ও নিজের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরনী পেশ করেন- তাতে দেখা যায়, এমপি হওয়ার আগে ২০১৮ সালে তার কোনো গাড়ি ছিলো না, এমপি হয়ে কিনেছেন কোটি টাকার গাড়ি। বর্তমানে তার একটি টয়োটা হ্যারিয়ার জিপ রয়েছে, যার বাজার মুল্য উল্লেখ করা হয়েছে ৯০ লক্ষ ৬৪ হাজার ২৪৭ টাকা। ২০১৮ সালে তার নিজের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিলো ৩৩ লক্ষ ৬২ হাজার ৪১৭ টাকা এবং স্ত্রীর নামে ছিলো ৫১ লক্ষ ৯ হাজার ৬৯০ টাকা। বর্তমানে তার জমা অর্থের পরিমান দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৩ হাজার ৯৩১ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ২৮ লক্ষ ১৮ হাজার ৫৩৮ টাকা।
তিনি ২০১৮ সালের হলফনামায় পেশা ব্যবসা ও রাজনীতি উল্লেখ করলেও ২০২৩ সালের হলফনামায় বর্তমান পেশা উল্লেখ করেছেন রাজনীতি। ২০১৮ সালে তার নগদ টাকা ছিলো ৭৯ লক্ষ ৬৫ হাজার ২৬৬ টাকা এবং স্ত্রীর গুলশান আরার নামে ছিলো ১ কোটি ১১ লক্ষ ১৪ হাজার ১৩১ টাকা। বর্তমানে তার নগদ টাকা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ৬১৪ টাকা। স্ত্রীর নামে নগদ টাকা রয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৬৫ হাজার ১৩ টাকা। ২০১৮ সালের হলফনামা মোতাবেক তার স্ত্রীর কাছে ৯৮ হাজার ১১৮ ইউএস ডলার থাকলেও চলতি বছরে তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা নেই।
অপর দিকে তার নামে ২০১৮ সালে বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার ছিলো ২ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ৩৭২ টাকার এবং স্ত্রীর নামে ৫ কোটি ৮৯ লক্ষ ৬৫ হাজার টাকার। ২০২৩ সালে কোম্পানির শেয়ার রয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৬৯২ টাকার এবং স্ত্রীর নামে রয়েছে ৫ কোটি ৮৯ লক্ষ ৬৫ হাজার টাকার। এছাড়াও মিরপুর এবং উত্তরাতে তার দুটি দালান রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত