আফগানিস্তানে সংঘর্ষ তীব্রতর হওয়ার জের:মাজার শরিফের ইরানি কনস্যুলেট কাবুলে স্থানান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৯:২৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে।

মাজার শরিফে নিযুক্ত ইরানের কনস্যুলেট প্রধান গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সংঘর্ষ বৃদ্ধি এবং মাজার শরিফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে সাময়িক সময়ের জন্য রাজধানী কাবুল থেকে মাজার শরিফের কনস্যুলেট সেবা প্রদান করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মাজার শরিফের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কনস্যুলেটের স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হবে।

১৯৯৮ সালে মাজার শরিফের ইরানি কনস্যুলেটে পাকিস্তানি তালেবান সন্ত্রাসীরা রক্তক্ষয়ী হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার একজন সাংবাদিক ও আট ইরানি কূটনীতিক নিহত হন।

মাজার শরিফের আগে সম্প্রতি আফগানিস্তানের হেরাত শহরের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুল, হেরাত ও কান্দাহারের পর মাজার শরিফ দেশটির চতুর্থ বৃহত্তম শহর হিসেবে পরিচিত। বর্তমানে তালেবান শহরটি অবরোধ করে রেখেছে এবং সেখানকার পুলিশ, সেনাবাহিনী ও জেনারেল আব্দুর রশিদ দোস্তামের অনুসারী যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত