আফগানিস্তানে বোমা হামলায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক-শিক্ষার্থী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৮:১২ |  আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

ল্যান্ডমাইন বিস্ফোরণে আফগানিস্তানের উত্তর কাপিসা প্রদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। শনিবার চরিকার শহরের ৭ম জেলার রাবাত অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও আনাদোলু।

এক টুইট বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, হতাহত শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই স্থানীয় আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের। তাদের বহনকারী মাইক্রোবাসটি অঞ্চলটি দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়।
হামলায় ঘটনায় দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত