আফগানিস্তানে পরিস্থিতি নাজুক অবস্থায় দাঁড়িয়েছে, ব্যাহত টিকাদান কর্মসূচি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:৩৮ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩০

রাজনৈতিক গোলযোগে আফগানিস্তানের পরিস্থিতি এতোটা নাজুক অবস্থায় দাঁড়িয়েছে যে, করোনা মহামারি ঠেকাতে টিকাদান কর্মসূচি চরমভাবে ব্যাহত হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে টিকাদান কর্মসূচি ৮০ ভাগ কমে গেছে। 

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি জানায়, জনসন অ্যান্ড জনসনের ২০ লাখ ডোজ টিকা আফগানিস্তানে পৌঁছার কথা। কিন্তু নভেম্বরে এর নির্ধারিত সময়সূচি পার হয়ে যায়, এখনও অর্ধেকও পৌঁছায়নি। দেশটির ৩৪টি প্রদেশের ২৩টির ৩০ হাজার পাঁচশো জন টিকা নেন ১৫ আগস্টের পর প্রথম সপ্তাহে, যেখানে এর আগের সপ্তাহে এক লাখ ৩৪ হাজার ৬শ জন টিকা নেন ৩০টি প্রদেশের, ইউনিসেফের তথ্য অনুযায়ী।

ইউনিসেফের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি, সংঘর্ষ এবং জরুরি অবস্থার মধ্যে আফগান নাগরিকরা সবার আগে তাদের জীবন বাঁচানো ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে বলছে, মাত্র ১ দশমিক ২ মিলিয়ন ডোজ টিকা দেওয়ার কাজ পরিচালিত হয়েছে গত ২০ আগস্ট পর্যন্ত যেখানে দেশটির জনসংখ্যা ৪০ মিলিয়ন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত