আফগানিস্তানে তালেবান কৌশলগত ভালো অবস্থানে আছে: মার্কিন জেনারেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৯:২৩ |  আপডেট  : ২ মে ২০২৫, ১৪:১০

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী কৌশলগত ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে তালেবানের ক্রমাগত অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে গত (বুধবার) এক সংবাদ সম্মেলনে মার্ক মিলি বলেন, আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলার দখল নিয়েছে তালেবান। তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছেন তিনি।

জেনারেল মিলি বলেন, তালেবান জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত। তিনি বলেন, অধিকাংশ আফগান জনগণ দেশটির প্রাদেশিক রাজধানী এবং রাজধানী কাবুলে বসবাস করায় আফগান নিরাপত্তা বাহিনী তাদের জীবন রক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে মিলি আরও বলেন, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান জেনারেল মিলি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত