আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩০
প্রকাশ: ১ মে ২০২১, ০৯:২২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬
আফগানিস্তানে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। খবর বিবিসি’র।
শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্ব লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি হাসপাতাল ও আবাসিক বাড়িঘরসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। কেউ স্বীকারও করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকে পড়েন।
লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ‘নিহতদের মধ্যে কয়েকজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন।’
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে জঙ্গি হামলায় বেসমারিক মানুষের হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে- জো বাইডেনের এমন ঘোষণার পর দেশটিতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
লোগর গভর্নরের মুখপাত্র দিদার লয়াং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রদেশের কাউন্সিলের প্রাক্তন প্রধানের বাড়ির কাছে গাড়ি বিস্ফোরণটি ঘটে এবং হাসপাতাল থেকে খুব দূরে ছিল না।
কাবুলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘বেসামরিক নাগরিকের বিরুদ্ধে এই সহিংসতা বন্ধ করতে হবে।’
প্রসঙ্গত, আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার একদিন আগে এই বিস্ফোরণ ঘটানো হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত