আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলায় একজন পুলিশ নিহত
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:২৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে।জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।
আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলার শিকার হয়।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জাতিসংঘের দপ্তরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দু’পক্ষের ক্রসফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন। তালেবান সদস্যরা জাতিসংঘের কোনো দপ্তরে হামলা চালায়নি বলে তিনি দাবি করেন।
তবে জাতিসংঘের কর্মীরা বলছেন, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয় কারণ, আক্রমণকারীরা জাতিসংঘ দপ্তরের প্রবেশপথে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে।
জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি দিবরা লিওন এ হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
যেকোনো যুদ্ধে জাতিসংঘের কোনো স্থাপনা বা কর্মীর ওপর হামলা নিষিদ্ধ এবং এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত