আফগানিস্তানের কাছে সিরিজ হার, র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
সোমবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজও খুঁইয়েছে। তাদের হারিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে আফগান দল। টানা সাফল্যে দলটির ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতিও হয়েছে। তবে পেছনে পড়ে গেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ৮৪। বাংলাদেশ সিরিজে দুটি ম্যাচ হারায় আর আফগানরা দুটি ম্যাচ জেতায় দুই দলের পয়েন্টই এখন ৮৫। অর্থাৎ, আফগানদের ১ পয়েন্ট বেড়েছে অন্যদিকে বাংলাদেশের ১ পয়েন্ট কমেছে। তবে ভগ্নাংশের দিক থেকে আফগানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। র্যাঙ্কিংয়ে তাই নিজেরা উঠে গেছে ৮ নম্বরে, বাংলাদেশকে ঠেলে দিয়েছে ৯ নম্বরে। অথচ ২০২২ সালে আফগানিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে। বিগত কয়েক বছরে আফগানরা যতটা উন্নতি করেছে, ঠিক ততটাই পিছিয়ে পড়েছে মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এলিট টুর্নামেন্টে অংশ নেয়- এমন দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। কঠিন লড়াইয়ের মধ্যে থাকা শ্রীলঙ্কার অবস্থান ৬ নম্বরে। এছাড়া সপ্তম স্থানে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। তারপরে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অবস্থান।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত