আফগানদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করল উজবেকিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৮:১০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩১

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিওয়েভ আগেই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা দিয়েছিলেন। তিনি তালেবানের সাথে যোগাযোগ করেছেন বলেও উল্লেখ জানান। তবে উজবেকিস্তান সীমান্তে আফগানদের উপচে পড়া ঢল ঠেকাতে সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দিলো প্রতিবেশী দেশটি। খবর সিএনএন এর।

এক বিবৃতিতে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান সীমান্ত সম্পূর্ণরুপে বন্ধ। তেরমেজ তল্লাশিচৌকি দিয়ে স্থলপথে সব ধরনের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এই তল্লাশিচৌকি খুলে দেওয়ার পরিকল্পনাও নেই আপাতত। কোনো কারণ থাকুক আর না থাকুক এই সীমান্ত অতিক্রমের যে কেনো চেষ্টা ‘উজবেকিস্তানের আইন অনুযায়ী দমন করা হবে। দেশটি তার ভূখণ্ডে আফগানিস্তান থেকে আসা কোনো শরণার্থীকে আর গ্রহণ করবে না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত