আপিলে বৈধতা পেলেন ধীপুরের স্বতন্ত্র চেয়ারম‌্যান প্রার্থী খা‌দিজা জামাল 

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৮:১৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮

মঙ্গলবার (৯ ন‌ভেন্ব )দুপুরে মুন্সীগঞ্জ জেলা নিবার্চন কর্মকর্তা  মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার  ধীপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের স্বতন্ত্র  চেয়ারম‌্যান পদপ্রার্থী   খা‌দিজা জামা‌লের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। 

এর আগে গত ৬ ন‌ভেন্বর মনোনয়ন পত্র বাছাইকালে কিছু ভূল  তথ‌্যর জন‌্য স্বতন্ত্র  চেয়ারম‌্যান  পদপ্রার্থী খা‌দিজা জামালের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

এ বিষয়ে টঙ্গীবাড়ী  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা  বলেন, স্বতন্ত্র  চেয়ারম‌্যান পদপ্রার্থী  আপিল বৈধ হয়েছে। তি‌নি আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, আগামী ২৮শে ন‌ভেন্বর  টঙ্গীবাড়ী উপ‌জেলার ১২ ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের  নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 স্বতন্ত্র চেয়ারম‌্যান  পদপ্রার্থী খা‌দিজা জামাল । মনোনয়ন পত্র গত ৬ ই ন‌ভেন্বর টঙ্গীবাড়ী  উপজেলা  রির্টানিং কর্মকর্তা  এই প্রার্থীর  মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন। এরই প্রেক্ষিতে বাতিলকৃত প্রার্থীরা জেলা নিবার্চন কর্তকর্তার  বরাবর আপিল করেছিলেন। 

আজ স্বতন্ত্র চেয়ারম‌্যান পদপ্রার্থী খা‌দিজা জামালের মনোনয়ন ঘোসনা করায় এলাকা সাধারন জনগন আনন্দ উল্লাসে ফে‌ঠে প‌রেন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত