আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত, প্রধানমন্ত্রীকে অপসারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:০৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯

করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতা ও ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে চলমান তীব্র আন্দোলনের মুখে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। পাশাপাশি প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট।  

এক বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদের সতর্ক করে দিচ্ছি সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে।

পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে রোববারও রাজধানী তিউনিসসহ বেশকিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে স্লোগান দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত