আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৩ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়া জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম-সেবা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, নিলুফা ইয়াছমিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত