আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাগেরহাটে র‌্যালী

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৫৮

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে এসিলাহা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত