আন্তর্জাতিক ছবিতে যুক্ত হয়েছেন শ্রুতি হাসান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১৫:৪৩ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪

ফাইল ছবি

“দ্য আই” নামের একটি আন্তর্জাতিক ছবিতে সম্প্রতি যুক্ত হয়েছেন শ্রুতি | ডাফেন শোমন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলারটিতে শ্রুতির সঙ্গে আছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে।

একজন অভিনয়শিল্পী হিসেবে কখনোই কোনো একটা ইন্ডাস্ট্রিকে তাঁর প্রিয় বলে জাহির করতে চান না শ্রুতি। তবে দক্ষিণি কন্যা হিসেবে দক্ষিণি ছবির বাড়বাড়ন্তে তিনি গর্ব বোধ করেন। এই তারকাকন্যা বলেন, ‘প্রত্যেকের কাছেই এখন দক্ষিণ ভারতীয় ছবি দেখার সুযোগ আছে। একজন দক্ষিণ ভারতীয় হিসেবে আমি গর্বিত। তবে আমি বলিউড ইন্ডাস্ট্রিরও অংশ। হিন্দি ছবির ঐতিহ্য থেকে আমি এসেছি। আর এ কারণে আমি আমার মাকে (সারিকা) ধন্যবাদ জানাতে চাই। আমি কখনোই বলতে চাইছি না যে একটা ইন্ডাস্ট্রি আরেকটির চেয়ে ভালো। আমরা সবাই চাই, সব বিনোদন ইন্ডাস্ট্রি ফুলেফেঁপে উঠুক। আমরা দর্শককে যথাযথ মর্যাদা দিতে চাই। সেসব ছবি উপহার দিতে চাই, যা তাঁরা চান।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত