আদর্শ
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৪:৫৭ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৩৫
রেজাউদ্দিন স্টালিন
------------------------------
দীর্ঘ সময় যে মানুষটি বসেছিলো
আগুনের মাঝখানে
তার মাথা পরিণত হলো পথে
সে প্রত্যাখান করলো তৃষ্ণা
ছুঁড়ে ফললো আরতি
এবং লোভনীয় সব প্রস্তাব
পথ হারানোর ভয়ে সে আবার
দাঁড়ালো ধৈর্যের মাঝখানে
আর ধীরে ধীরে পরিণত হলো
প্রতীক্ষায়- পাথরে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত