আদমদীঘি ৬ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ২০:০৭ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫১
বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারী। প ম ধাপে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে রাজশাহী ও রংপুর বিভাগের সভা শেষে নৌকা মার্কার প্রার্থী তালিকা চুড়ান্ত করেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন আদমদীঘি সদর ইউনিয়নে জিল্লুর রহমান, চাঁপাপুর ইউনিয়নে এ্যাড. সামছুল হক সাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আব্দুল হক আবু, সান্তাহার ইউনিয়নে নাগিদ সুলতানা তৃপ্তি, নশরতপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক আজাদ ও কুন্দগ্রাম ইউনিয়নে শামীম উল ইসলাম। গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত