আদমদীঘি রেসেসাঁ ক্লাবের মিহির সভাপতি-অতুল সম্পাদক
প্রকাশ: ১৬ মে ২০২১, ২০:২৩ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রেনেসাঁ ক্লাবের বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে দুই বছর মেয়াদী ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । গত শুক্রবার রাতে ক্লাব ঘরে সংগঠনের উপদেষ্ঠা মোহন্ত সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মদন মোহন সরকার,ছাইফ আহম্মেদ বিপু,মনোহর সন্যাসী,পুলক সরকার,সুধীর চন্দ্র,প্রতাব কুমার,লকেশ সরকার,কার্তিক সরকার,গৌরাঙ্গ প্রমানিক,অতুল সরকার. মোহিত বিশ্বাস,অতুল চন্দ্র,শ্রীবাস প্রামানিক প্রমূখ। সভায় সর্বসম্মতি ক্রমে পুনরায় মিহির কুমার সরকারকে সভাপতি,অতুল কুমার সরকারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৫সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত