আদমদীঘি পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৯:২৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কক্ষে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ২৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষনা করেন।
বাজেটে রাজস্ব ঘাটতি ১কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায়ের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ১৪ কোটি ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর হুমায়ন কবির, আলাউদ্দিন আলী, ওয়াহেদুল ইসলাম, মমতাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান , জাহানারা বেগম, পৌর প্রকৌশলী রেজাউল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত