আদমদীঘি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিহির-সম্পাদক আনোয়ার
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৪:৫৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬
আদমদীঘি উপজেলা প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৩ জুলাই শনিবার রাত্রি ৮টায় সাংবাদিক মিহির কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা ও সাবেক সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় পূর্বের কমিটি বিলপ্তি ঘোষনা করে নয়া কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দি নিউনেশন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি মিহির কুমার সরকারকে সভাপতি, দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি সুমিনুল ইসলাম সুমনকে সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভি’র প্রতিনিধি আনোয়ার হোসাইনকে সাধারন সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর ও মুক্তসকাল পত্রিকার প্রতিনিধি এহসানুল হক খান সবুরকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনকাল ও দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জলকে কোষাধ্যক্ষ এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সামছুল আলম, দৈনিক সাতমাথা পত্রিকার প্রতিনিধি আবু হাসান, দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার প্রতিনিধি অরুন কুমার সরকার, দৈনিক গণকষ্ঠ প্রত্রিকার প্রতিনিধি হেদায়তুল নয়ন, দৈনিক বিজনেস বাংলাদেশ ও উত্তরের দর্পন প্রত্রিকার প্রতিনিধি পবিত্র মজুমদারকে কার্যকরী সদস্য করে দুই বছর মেয়াদী আদমদীঘি উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত