আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও উপশাণয়ে প্রার্থনা করা হয়। বিকেলে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘি ব্রিজের পাশে শ্মশান ঘাটিতে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভুমিতে পুস্পঅর্পন ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার. সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, তহির উদ্দিন, জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি এসএম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক, বিএনপির নেতৃবর্গ।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত