আদমদীঘি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৯ | আপডেট : ৪ মে ২০২৫, ০৪:১৬

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের চতুর্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, থানা পরিদর্শন, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, প্রাথমিক বিদ্যালয় দর্শন ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনে এসে হুইল চেয়ার, বাইসাইকেল, শেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত