আদমদীঘির ৬ ইউপি মেম্বারদের শপথ গ্রহন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৩:৫১

বগুড়ার আদমদীঘি উপজেলা ৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারন সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান বৃহস্প্রতিবার বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার আদমদীঘি সদর, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নশরতপুর, কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের ৫৪জন সাধারন সদস্য (মেম্বার) এবং ১৮জন মহিলা সদস্য (মেম্বার) কে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। 

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সার্কেল নাজরান রউফ, ওসি জালাল উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল সালাম মাস্টার, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত