আদমদীঘির শাওইল বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১টি দোকান
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:২৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:১৪
বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল বাজারে গত বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে একটি বিপনী বিতানের ১১টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মুল্যবান সূতা পুড়ে গেছে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
শাওইল বাজারের ব্যবসায়ি উজ্জল হোসেন ও ক্ষত্রিগ্রস্থ ব্যবসায়িরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের রায়হান বিপনীবিতানে আগুন লাগে। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ততক্ষনে দোকানে থাকা প্রায় অর্ধকোটি টাকার সূতা পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, আব্দুর ছালাম, আবু বক্কর সিদ্দীক জানান, তাঁদের প্রত্যেকের দোকানে তিন থেকে চার লাখ টাকার সুতা ছিল। আদমদীঘি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রহুল আমিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে । ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক নিরুপন করা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত