আদমদীঘির রেফারি দিপক কুন্ডু আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৮:৩০ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:২৫

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন গ্রামের ফুটবল রেফারি দিপক কুন্ডু (৭৫) পরলোকগমন করেছেন (দিব্যাং লোকান স্বগচ্ছতু)। মঙ্গলবার দুপুর দেড় টায় তিনি নিজ বাড়িতে সকলের মায়া ত্যাগ করে পরপারে পারি জমান। স্বাধীনতার পরবর্তী থেকে দীর্ঘ প্রায় ৩৫ বছর তিনি ফুটবলের রেফারির দায়িত্ব পালন করেন। 

এছাড়া তিনি জেলা স্পোটিং এ্যাসোসিয়েশনের সদস্য ও তিন ভাইরে নাম করণে আদমদীঘির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাদ্বয়ের নাতী ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আদমদীঘি মহাশ্বশ্মানে মৃতের সৎকার করা হয়। রেফারি দিপক কুন্ডুর মৃত্যুতে তার স্বর্গীয় আত্নার শান্তি কামনা করে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত