আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা অরুন সরকারের পরলোকগমন
প্রকাশ: ৫ জুন ২০২৪, ১৮:০৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২১
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অরুন চন্দ্র সরকার (৭০) ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। তিনি মঙ্গলবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ,দুই মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনীসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। পরদিন গতকাল (৫জুন) বুধবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা অরুন চন্দ্র সরকারকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্বানে মরদেহের সৎকার সম্পন্ন করা হয়। তার গার্ড অব অনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ,থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত