আদমদীঘির কোমারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দুই তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এ লক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিআরডিবির চেয়ারম্যান জিমানুর রহমান বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য নূর মোহাম্মাদ প্রমূখ। আলোচনা সভা শেষে ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়্।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত