অপহরণকারি গ্রেফতার

আদমদীঘির অপহৃত কলেজ ছাত্রী সাড়ে তিন মাস পর ঢাকা থেকে উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ২০:৩৪ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪

বগুড়ার আদমদীঘি থেকে কলেজ ছাত্রী (১৭) কে অপহরণের সাড়ে তিন মাস পর বৃহস্পতিবার ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণকারি বিপ্লব ওরফে রাজু(২৫)কে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। 

জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের সংখ্যালঘু পরিবারের ওই কলেজ ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে বিপ্লব হোসেন রাজুর সাথে। পরে রাজু ফেসবুকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু সে রাজী হয়নি। এর পর বিপ্লব হোসেন রাজু ফেসবুকের মাধ্যমে ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিল। এর এক পর্যায়ে চলতি বছরের ১৩ এপ্রিল সকালে ওই ছাত্রী কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু নির্দিষ্ট সময়েও সে বাড়ি না ফেরায় তার মা-বাবা ওই ছাত্রীর ব্যবহার করা মোবাইল ফোনে ফোন করলে সেটি বন্ধ পায়। পরে তারা জানতে পারেন ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তালশন গ্রামের মোড় থেকে আসামী বিপ্লব হোসেন রাজু তার তিন/চার জন সহযোগীকে সাথে নিয়ে জোরপুর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে গেছে। এঘটনায় ওই মা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করে। 

ঘটনা তদন্তের এক সময় গোপন সংবাদ পেয়ে আদমদীঘি থানার পুলিশের একটি টিম ঢাকায় অভিযান চালায়। অভিযানে বৃহস্পতিবার ভোরে ঢাকার ওয়ারী থানার স্বামীবাগ থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারি বিপ্লব হোসেন রাজুকে গ্রেফতার করে। আদমদীঘিতে নিয়ে আসার পর আসামী বিপ্লবকে বগুড়ার আদালতে এবং ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত