আদমদীঘিতে ৭ মাদক সেবনকারী গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৯:৪১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের সদস্যরা। সোমবার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে অভিযানে ৭ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হলো, সান্তাহার হাট-খোলা এলাকার মৃত সোলেয়মান আলীর ছেলে হযরত আলী (৫০) খাট্টা শাহাপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে বাদশা মিয়া (৫০) পান্নার মোড় এলাকার মৃত সোয়ারাব হোসেনের ছেলে নাসিম (৫০) পৌঁওতা রেলগেট এলাকার বাবু মিয়ার ছেলে বাহাদুর (৪০) স্টেশন কলোনী এলাকার আব্দুল মান্নানের ছেলে বুলবুল (৩০) বশিপুর এলাকার মৃত আব্দুল সামাদ প্রাং এর ছেলে বজলুর রশিদ (৫০) রামশালা আক্কেলপুর উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন বলেন, ৭ মাদক সেবনকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত