আদমদীঘিতে ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৯:৪৫ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম মসজিদের পাশে একটি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। 

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড় টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টি পাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর থানায় জব্দ করে রাখা হয়েছে। তবে মূর্তির কোন মালিককে পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত