আদমদীঘিতে হরিজন সম্প্রদায়ের সাথে হোটেল মালিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:০৫ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৩১
বর্ণ বৈষম্য দুরকরন ও জাত-পাত ভেদাভেদ ভুলে সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষে বগুড়ার আদমদীঘিতে হরিজন সম্প্রদায় ও হোটেল রেস্তরা মালিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ রেদাওয়ান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান,সান্তাহার বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার কামরুল হাসান মিঠু,স্টার হোটেলের ম্যানেজার মুক্তা,হরিজন সম্প্রদায়ের নেতা তিথিল বাঁশপোড়,শান্তা বাঁশপোড়,গঁঙ্গা বাঁশপোড়,তুলশী বাঁশপোড়,ষিপুজন বাঁশপোড় প্রমূখ।
মত বিনিময় সভায় হরিজন সম্প্রদায়ের নের্তৃবৃন্দরা দাবী করে বলেন,বর্ণ বৈষম্যতা দুর করে জাত-পাত ভেদাভেদ ভুলে সমঅধিকার প্রতিষ্ঠার করে সকল হোটেল রেস্তরাতে হরিজন সম্প্রদায়ের লোকজনদের খাবার ব্যবস্থা করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত