আদমদীঘিতে সেট টপ বক্স কিনতে তাগাদা দিচ্ছে ডিস ব্যবসায়ীরা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৮:৫১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
বগুড়ার আদমদীঘি উপজেলার ক্যাবল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো টেলিভিশন ব্যবহারকারী গ্রাহকদের ’সেটঁ টপ বক্স’ কিনতে তাগাদা দিচ্ছে বলে জানা গেছে। ঢাকা ও চট্রগ্রামে স্যাটেলাইট টেলিভিশন দেখতে হলে গ্রাহককে সেট টপ ব´ বসাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। অন্যদিকে ঢাকার বাইরে অনান্য মেট্রোপলিটন শহর, সব শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙামাটি কক্সবাজার জেলা শহরে সেট টপ বক্স বসাতে হবে। তবে ঢাকা ও চট্রগ্রামের বাইরে সময় পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
জানা গেছে,’ডিস লাইন’ নামে পরিচিত কেবল অপেটারদের সংযোগের মাধ্যমে আসা সিগন্যালকে ডিজিটালে রুপান্তর করাই হলো সেট টপ বক্সের কাজ। বগুড়ার আদমদীঘি উপজেলায় এই বক্স কিনতে অনুরোধ করছে ডিস অপারেটররা। অপারেটররা এক মাসের লোড সহ এই সেট টপ বক্সের দাম ২৫০০ টাকা। উপজেলার গোধুলি কেবল নেটওয়াকের একজন অপারেটর জানান চীনের তৈরি এই বক্স ইতিমধ্যে আমরা গ্রাহকদের প্রদান করা শুরু করেছি। প্রতিদিন ৪/৫ টি করে এই বক্স সংযোজন করে দেয়া হচ্ছে। এই সেট টপ বক্স বাইরের কোন দোকানে পাওয়া যাবে না। আমাদের কাছ থেকেই নিতে হবে। তিনি আরো বলেন, এই বক্স না নিলে গ্রাহক ডিস সংযোগ পাবে না।
জানা গেছে, এই সেট টপ বক্সে একটি কোড নম্বর থাকবে, অপারেটর প্রান্তে একটি সার্ভার থাকবে, সেখানে এই কোড নম্বরটি অর্ন্তভুক্ত করা হবে। দুই কোড না মিললে সেবা পাওয়া যাবে না। বাংলাদেশে মোট পরিবারের সংখ্যা (খানা) প্রায় ৪ কোটি। সংশ্লিষ্ট ব্যাক্তিদের মতে, এর ৬০ শতাংশ ধরে প্রায় আড়াই কোটি বাসায় কেবল সংযোগ রয়েছে। এর মধ্যে বড় অংশের গ্রাহক ঢাকা ও চট্রগ্রামে। এলাকার সচেতন মহল বলছে অপারেটারদের কেনার বাধ্যবাধকতার কারণে কেউ যাতে একচেটিয়া (মনোপলি) ব্যবসা করতে না পারে সেটা নিশ্চিত করা জরুরী। সুলভ মুল্যে গ্রাহকদের ভালো মানের বক্স দেওয়া হচ্ছে কি না, সে ক্ষেত্রে তদারকি দরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত