আদমদীঘিতে সুতার গুদামে অগ্নিকান্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৩১

বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইলে সুতার দুইটি গুদাম ঘরে অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষাধিক টাকার সুতা সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গত রবিবার সাড়ে ৭ টায় শাওইল সড়কের মুরইল স্ট্যান্ডের পাশে শহিদুল ইসলামের গুদাম ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন আনে।

আদমদীঘির মুরইল সুতা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় গত রবিবার সন্ধ্যার পর তাদের দুইটি দোকান ও গুদাম ঘর বন্ধ করে বাসায় চলে যান। তারপর সন্ধ্যা সাড়ে ৭ টায় মোবাইল ফোনে জানতে পারে তার সুতার গুদাম ঘরে আগুন লেগেছে। এরপর সে গুদামে আসার পর পাশের দোকানীরা সহ আগুন নিভানোর চেষ্টা করে ও পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও দুটি দোকান ও গুদামে রাখা প্রায় ৬ লক্ষাধিক টাকার সুতা সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে কি ভাবে বা কি কারনে আগুন লেগেছে তার সঠিক কারন জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত