আদমদীঘিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৯:৩৩ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:১২

উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার উপজেলার সান্তাহার প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা করেছেন। তিনি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী তাৎক্ষনিক সময়ে উপজেলা সদর, সান্তাহারসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাংচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা নিয়ে এবং তৎপরবর্তি চাঁদাবাজী সংক্রান্ত বিষয়ে সঠিক সংবাদ নির্ভয়ে পরিবেশন করার আহবান জানিয়েছেন। ছাড়া ব্যস্ততম সান্তাহার জংশন ও পৌর শহরের ভয়াবহ যানজট নিরসন এবং ২০ শয্যার আধুনিক হাসপাতাল পুনার্ঙ্গ ভাবে চালু ও স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা চালু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বৃহস্পতিবার রাত ৯টায় প্রেস ক্লাব পরিচালনা কমিটির আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, উপজেলা শ্রমিকদল নেতা কামরুল হাসান মধু, সান্তাহার পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সদ্য সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু ও রায়হানুল ইসলাম রতন প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত