আদমদীঘিতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ২১:০৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ২৩:০৪

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়নে সকল নাগরিককে সম্পৃক্ত করা ও বয়স্ক জনগোষ্ঠির আর্থিক সুরক্ষা নিশ্চিত করণে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নের্তৃবৃন্দদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সহকারি প্রোগামার রোকনুজামান খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবৃ রেজা খান, ইউপি চেয়ারম্যান, আব্দুল হক আবু, জিল্লুর রহমান, নাহিদ সুলতানা, অধ্যক্ষ আব্দুর রহমান, গণমাধ্যমকর্মী মিহির কুমার সরকার, সাগর প্রমুখ। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃুপ্তি, থানার এসআই তারেক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত