আদমদীঘিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১৮:৫২ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে বগুড়া জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে উপজেলা সদরের রামপুরা গ্রামে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে থানার এসআই প্রদীপ কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, এসআই আব্দুল মজিদ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, ইউপি মেম্বার গোলাম মোস্তফা বাবলু, মুক্তিযোদ্ধা আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা এব্রাহিম আলী এবুর, রামপুরা মন্দির কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র পাল, দিনেন্দ্র চন্দ্র পাল দিনেন প্রমুখ।
অপর দিকে শনিবার বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে ট্রাফিক পরির্দশক হাবিবুর রহমান, উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত