আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬
বগুড়ার আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামবাসী আয়োজনটি করে। সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও রুহুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খাঁন রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কে.এম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ আব্দুল মান্নান, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এবং আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুল রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলু প্রমূখ। আলোচনা সভা শেষে টুর্ণামেন্টের চূরান্ত খেলার চ্যাম্পিয়ন দল হিসেবে কাজীপুর একাদশকে একটি ছাগলের খাসি ও রানার্সআপ দল হিসেবে সান্তাহার ফোর এইচ ক্লাবকে একটি ভেড়ার খাসি পুরষ্কার দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এরপর মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ‘সঙ্গীতা শিল্পী গোষ্ঠী এন্ড মিউজিক্যাল ব্যান্ড’ এবং দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যায় একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বাউল মিন্টুর দল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত