আদমদীঘিতে লটারিতে ডিলার নির্বাচন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭

মঙ্গলবার উপজেলায় লটারি মাধ্যমে নির্বাচন করা হয়েছে খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার। জানা গেছে, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার আমলে দলীয় বিবেচনায় উপজেলার ৬ ইউনিয়নে নিয়োগ করা হয় খাদ্য বান্ধব কর্মসুচির ১৩ ডিলার। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ডিলারদেরকে বাতিল করে এবং নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করে সরকারের খাদ্য বিভাগ। ইতিমধ্যে বাতিল করা ১৩ ডিলারের স্থলে এবার ৬ ইউনিয়নেরর ১৪ পয়েন্টের জন্য ১৪ ডিলার নিয়োগের জন্য উপজেলা খাদ্য বিভাগ বিজ্ঞপ্তি দেয়। গত রবিবার শেষ দিন পর্যন্ত ১০২ ব্যবসায়ী ডিলারী পেতে আবেদন করেন। গত সোমবার আবেদন পত্রগুলো যাচাই-বাছাই করা হয়। আবেদনকারির সংখ্যা বেশি হওয়ায় লটারি করার সিদ্ধান্ত গ্রহন করেন কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়নের আবেদনপত্র আলাদা করে ইউনিয়ন ভিত্তিক লটারি করে ডিলার নির্বাচন করা হয়েছে। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত