আদমদীঘিতে মৎস্য অফিসের সরকারি মোটরসাইকেল চুরি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৮:৩৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:০২

বগুড়ার আদমদীঘিতে গলদা-কার্প মিশ্যচাষ আরডি প্রদর্শনী পুকুর পাড় থেকে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের সরকারি মোটরসাইকেল চুরি হয়েছে।  রবিবার বেলা সোয়া ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলষ্টেশন এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

জানা যায়, আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধিকে নিয়ে রবিবার তার অফিস থেকে অফিসের সরকারী এইচ,এফ ডিলা· ১০০সিসি হিরো মোটরসাইকেল নিয়ে ছাতিয়ানগ্রাম ষ্টেশনপাড়ায় গলদা-কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী পুকুর পরির্দশনে যায়। ওই প্রদর্শনী পুকুরের নিকটবর্তী স্থানে সরকারী মোটরসাইকেলটি রেখে পুকুর পরিদর্শন শেষে ফিরে এসে দেখে আর মোটরসাইকেলটি নেই। ঘটনার পরপরই থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও চুরি যাওয়া মোটরসাইকেলটি পাওয়া যায়নি। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ জোড় তৎপড়তা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত