আদমদীঘিতে মুদি ব্যবসায়ীর মটরসাইকেল চুরি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৮:১২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টায় হিরো ফ্যাসান মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়িকে অবহতি করা হয়। এদিকে মোটরসাইকেল চুরির ঘটনায় বর্তমানে পৌর শহরে মোটরসাইকেল আরোহীদের মাঝেও চোর আতংক বিরাজ করছে।

জানা যায়, সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মুদি ব্যবসায়ী সুলতান হোসেন গত মঙ্গলবার সন্ধায় তার ব্যবহারিত হিরো মোটরসাইকেল দোকানের সামনে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে নামাজ শেষ করে এসে দেখে তার মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুজি করেও মটরসাইকেলটি কোন সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম মটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন,  মোটরসাইকেল চোর চক্রটিকে শনাক্ত ও  মোটরসাইকেল উদ্ধারের জোর তৎপরতা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত