আদমদীঘিতে মুক্তি উৎসব ও সুর্বণজয়ন্তী মেলার সমাপনী

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪০

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপী মেলার সমাপনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা প্রমূখ। এর আগে বেলা ১২টায় উপজেলা পর্যায়ে ¯^ল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরন উদযাপন উপলক্ষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত