আদমদীঘিতে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৩:২০

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সান্তাহার পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মইন উদ্দীন, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর আফাজ উদ্দীন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, গণমাধ্যমকর্মী খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত