আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিনজনের জেল জরিমানা

  হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৫৫ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬

বগুড়ার আদমদীঘিতে একটি ঘরে মাদক সেবনের দায়ে তিনজনকে প্রত্যেককে চারদিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

দন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের আফছার প্রামানিকের ছেলে ফারুক হোসেন (২৮), আফিছ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (২৮) ও তাইজুল হোসেনের একরাম হোসেন (২৫)। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) (দ্বায়িত্বপ্রাপ্ত) ফিরোজ হোসেন এই রায় দেন। এদিকে আরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করার পরদিন ছেড়ে দেয়ায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান. আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের নিমতলা নামক স্থানে জনৈক এমরান হোসেনের একটি টিনসেড ঘরে এক শ্রেনির পেশাদারী মাদক কারবারি ও জুয়াড়ি দীর্ঘ দিন যাবত মাদক সেবন ও তাসের মাধ্যমে জুয়া খেলা চালিয়ে আসছিল। গত রোববার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক হজরত আলী ফোর্সসহ সন্ধ্যা সাড়ে ৭টা ওই স্থানে অভিযান চালিয়ে ফারুক হোসেন, আব্দুর রশিদ, একরাম হোসেন ও আরিফুল ইসলাম নামের চারজন মাদক সেবনকারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরদিন গতকাল সোমবার আরিফুল ইসলাম নামের একজনকে ছেড়ে দিয়ে অপর তিনজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত এই রায় দেন। থানার উপ পরিদর্শক হজরত আলী বলেন, রোববার সন্ধ্যায় আটক আরিফুল ইসলাম পরদিন সোমবার সকালে মাদক সেবনের কথা অস্বীকার করায় তাকে ছেড়ে দেয়া
হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত