আদমদীঘিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৮:৩০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৫
বৃহস্প্রতিবার দুপুরে পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৫০পিচ অ্যাম্পল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে পুলিশ বৃহস্প্রতিবার বিকেলে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় সময় উপজেলার সান্তাহার শহরের সাঁতাহার এলাকায় ঝংকার ক্লাব এর সামনে থেকে অভিযান চালিয়ে জামাল সরদার (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল সরদার উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে। সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস অ্যাম্পুল সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত