আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে পাঁচ জনের জেল-জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১৮:৫১ |  আপডেট  : ৬ মার্চ ২০২৫, ২২:২৩

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ জনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মিন্টন (৩৯), সম্রাট (২২), নজরুল (৪০), মানিক (৩৮), নূর ইসলাম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ট্যাপেন্টাডল ও চোলাই মদ খাওয়ার অপরাধে পাঁচ মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিন্টন, সম্রাট, নজরুল, মানিক ও নূর ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা এবং রকিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত