আদমদীঘিতে মহাপ্রভুর ভোগমহোৎসব অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১৮:৫৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে মহাপ্রভার ভোগমহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার রাতে অধিবাস অন্তে শুক্রবার সকালে থেকে দুপুর পর্যন্ত কীর্তন পরিবেশন হয়। কীর্তন শ্রবন ও ভোগমহোৎসব অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতশত ভক্তবৃন্দের পদচারনায় উৎসব অঙ্গন মুখরিত হয়ে উঠে। 

উক্ত ভোগমহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভক্তবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়,থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। আয়োজন কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্র ঈদল ও সাধারন সম্পাদক দিব্যেন্দু কুন্ডু দুলাল জানান, প্রতি বছর ১৬ প্রহর ব্যাপী পদ কীর্তনের আয়োজন করা হত। এবার উৎসব সংক্ষিপ্ত করে এক দিনের জন্য মহাপ্রভুর ভোগমহোৎসবের আয়োজন করা হয়েছে। কীর্তন ও ভোগ আরতী শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত